[mc4wp_form id=”2320″]
যেকোনো দূর্ঘটনা জনিত কারণে অনেক সময় চোয়াল, মুখ, চোখ ও কপালের যেকোনো হাড় অনেক সময় ভেঙে যায় কিংবা হাড় ক্ষতিগ্রস্ত হয়। আবার জন্মগত ভাবেই অনেকের মুখের আকৃতি অস্বাভাবিক বা বিকৃত হয়ে থাকে।
কারো কারো আবার চোয়ালের জয়েন্টের আকৃতিগত ত্রুটি থাকার কারণে কথা বলতে অসুবিধা হয়। আরেকটি বহুল পরিচিত সমস্যা হচ্ছে জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা। এই সমস্যাগুলো অনেকেই সারা জীবন বয়ে বেড়ায় কেবল সঠিক চিকিৎসার অভাবে। কিন্তু এই সমস্যাগুলো পুরোপুরি নিরাময়যোগ্য। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সহায়তায় খুব সহজেই এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হয়। এই ধরনের জটিল সমস্যা অত্যন্ত সহজ এবং আধুনিক পদ্ধতিতে সমাধান করা হয় ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির মাধ্যমে। এছাড়াও কোনো কারণে মুখ ও চোয়ালের কোন অংশের প্রতিস্থাপন ও পুনর্গঠন করার প্রয়োজন হলে তাও করা হয় ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির মাধ্যমে।
একজন ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন মূলত এমন একজন ডেন্টাল সার্জন মুখ ও চোয়ালের জটিল থেকে জটিলতর রোগের চিকিৎসা ও সার্জারির জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। যেহেতু এই ধরনের সার্জারি বাংলাদেশে এখনো খুব বেশি পরিচিতি পায়নি তাই এই সকল বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষিত এবং অভিজ্ঞ চিকিৎসকের সংখ্যাও তুলনামূলকভাবে কম। বাংলাদেশে যেই চিকিৎসকবৃন্দ অত্যন্ত দক্ষতার সাথে দীর্ঘ সময় ধরে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি করে আসছেন তাদের মধ্যে অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন অন্যতম। অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন দেশে ও বিদেশে এই ধরনের সার্জারির মাধ্যমে বহু রোগীর সুস্থ ও স্বাভাবিক জীবন-যাপন নিশ্চিত করেছেন। তিনি দেশে ও বিদেশে উচ্চতর শিক্ষা অর্জন করেছেন এবং বহুদিন যাবত দাঁত, মুখ এবং চোয়ালের আধুনিক ও নিখুঁত সার্জারির বিষয়ে বিস্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন। গবেষণালব্ধ ফলাফল অত্যন্ত দক্ষতার সাথে প্রয়োগের মাধ্যমে প্রতিনিয়তই অসংখ্য রোগীর স্বাভাবিক জীবন-যাপন নিশ্চিত করে চলেছেন এই চিকিৎসক। উপরে বর্ণিত কোন সমস্যার সম্মুখীন হলে আর দেরি না করে একজন অভিজ্ঞ ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের শরণাপন্ন হউন এবং সুস্থ-স্বাভাবিক জীবন নিশ্চিত করুন।