[mc4wp_form id=”2320″]
ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী, চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের এই শাখায় প্রভূত পরিবর্তন ও উন্নতি এসেছে । উন্নত চিকিৎসাপন্থায় বিশেষজ্ঞ ডাক্তারের পর্যবেক্ষণে ওরাল সার্জারীর মাধ্যমে জটিল সমস্য়ার সমাধান করা সম্ভব । ওরাল সার্জারি বলতে বোঝায় দাঁত, মাড়ি, চোয়াল, জিব, তালু ও মুখমন্ডলের অন্যান্য অংশের অপারেশন করার পদ্ধতি। এর মধ্যে রয়েছে
দাঁত ও মুখের যেকোনো সমস্যার স্থায়ী চিকিৎসার জন্য ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের পরামর্শ গ্রহণ করুন।