Bangladesh ENT Hospital
Address: 4/1-A Sobhanbag, Mirpur Road Navana Newbury place(3rd floor) Opposite to, Dhaka, 1207
nasiruddin200@yahoo.com
Address : Avenue Dental Care 3/1 West Dhanmondi, Satmosjid Road, Dhaka(opposite Bank Asia, Lalmatia) 1207
Bangladesh ENT Hospital Ltd. 4/1 A Sobhan bag, Mirpur Rd. Dhaka 1207Satmosjid Road, Dhaka 1207
nasiruddin200@yahoo.com
info@drnasiruddin.com
Phone: +8801717250667,
+88 01819226460
Prof. Dr. Nasir Uddin - Dentist in Dhaka Bangladesh > ARTICLE > Uncategorized > দাঁত সাদা করার কার্যকরী ৩ পদ্ধতি

দাঁত সাদা করার কার্যকরী ৩ পদ্ধতি

  • Posted by: Prof. Dr. Nasir Uddin

মুখের সৌন্দর্য অনেকটা নির্ভর করে আমাদের দাঁতের ওপর। দাঁতের স্বাভাবিক রং পরিবর্তিত হলে তা অবশ্যই আমাদের বাহ্যিক সৌন্দর্যেও প্রভাব ফেলে। নিজেকে সুন্দর করে তুলে ধরতে ঝকঝকে দাঁতের মুক্তোঝরা হাসিই যথেষ্ট। দাঁতের রঙের পরিবর্তন দেখতে খারাপ লাগে। অনেকে তখন হাসতেও সংকোচবোধ করেন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝলে পরে বিপদে পড়তে হয় এই কথা সবাই জানেন। দাঁত সুস্থ, সবল, পরিষ্কার ও উজ্জ্বল করতে যখন প্রাকৃতিক কিংবা ঘরোয়া পদ্ধতি কাজে না দেয় তখন হলুদ কিংবা কালচে দাঁত সাদা করতে চাইলে ডেন্টিস্ট এর শরণাপন্ন হতে হয়।

 

দাঁত হলুদ হওয়ার কারণগুলো কি কি?

১. অনেকসময় জিনগত কারণে দাঁত হলুদ দেখায়। যদি আপনার বাবা-মায়ের দাঁত হলুদ থাকে তাহলে আপনার দাঁতের হলদেটে ভাবও দূর করা মুশকিল। আবার ঠিক করে দাঁত না মাজলে কিংবা পানিতে ফ্লুরাইডের পরিমাণ বেশি থাকলেও দাঁত হলুদ হতে পারে।

২. ঘন ঘন চা খেলে দাঁত তার স্বাভাবিক রঙ হারিয়ে ফেলে। তখন দাঁত হলদেটে দেখায়।

৩. ভিটামিন সি সমৃদ্ধ ফল বেশি খেলে দাঁতের রঙ নষ্ট হয়ে যায়।

৪. অতিরিক্ত মিষ্টি খেলেও দাঁত হলুদ হতে পারে। কারণ মিষ্টি শুধু ক্যাভিটি সৃষ্টি করে না, দাঁতের এনামেলও নষ্ট করে দেয়। তখন দাঁতে হলদেটে ভাব দেখা যায়।

৫. অনেকেই মনে করেন দিনে একবার ব্রাশ করাই যথেষ্ট। কিন্তু রাতে ব্রাশ না করলে দাঁতের স্বাস্থ্য নষ্ট হয়।সেই সঙ্গে দাঁতও হলুদ দেখায়।

৬. অতিরিক্ত সফট ড্রিংক দাঁতের ক্ষতি করে।

৭. অতিরিক্ত ধূমপানে দাঁতের ক্ষয় হয়। সেই সঙ্গে দাঁতে হলদেটে ভাবও দেখা দেয়।

 

দাঁত সাদা করার কার্যকরী চিকিৎসা পদ্ধতি

/ ডেন্টাল ক্রাউন : সিগারেট কিংবা পান বা অন্যান্য বস্তু গ্রহণের ফলে দাঁতের রং পরিবর্তিত হয়ে থাকলে একজন দন্তচিকিৎসকের কাছে গিয়ে স্কেলিং ও পলিশ করে দাঁতগুলো আবার ঝকঝকে করে নিতে পারেন। ওষুধজনিত কারণে দাঁতের রং পরিবর্তিত হয়ে থাকলে দাঁতে ভিনিয়ার কিংবা ক্রাউন করে সুন্দর ঝকঝকে করা যায়।

/ টুথ ব্লিচিং : দন্তমজ্জা নষ্ট হওয়া দাঁত কিংবা আঘাতজনিত কারণে দন্তমজ্জা নষ্ট হয়েছে ও পরে রুট ক্যানেল করা হয়েছে কিংবা রুট ক্যানেলের ফলে দাঁতের রং পরিবর্তন হয়েছে, সেসব ক্ষেত্রে ‘টুথ ব্লিচিং’-এর মাধ্যমে দাঁত সাদা করা যায়।

/ লাইট কিউর ফিলিং : যদি দাঁতের ব্লিচিং পদ্ধতি সম্ভব না হয়, তবে লাইট কিউর ফিলিং বা কালার ম্যাচিং ফিলিংয়ের মাধ্যমেও দাঁত সাদা করা যায়। কালার ম্যাচিং ফিলিং ডেন্টাল সায়েন্সে দাঁত সাদা করার সবচেয়ে আধুনিক চিকিৎসা। এটা আগে উন্নত বিশ্বে থাকলেও বর্তমানে বাংলাদেশে এই পদ্ধতিতে দাঁত সাদা করা যাচ্ছে।

দাঁতে কোন প্রকার অসুবিধা বোধ করলে অবহেলা না করে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং দাঁতের সুস্বাস্থ্য নিশ্চিত করুন।

Author: Prof. Dr. Nasir Uddin
Click to Chat