[mc4wp_form id=”2320″]
Tooth Extraction: দাঁত উত্তোলনের ৭ টি কারণ
চিকিৎসাবিজ্ঞানের উন্নতির সাথে সাথে বিভিন্ন রোগে দ্রুত সময়মতো চিকিৎসা নিলে দাঁত ফেলে দেওয়ার আর দরকার পড়ে না। তবুও অনেক সময় একজন দন্ত বিশেষজ্ঞ কে রোগীর দাঁত ফেলার সিদ্ধান্ত নিতে হয় সংরক্ষণের কোনো উপায় না থাকার কারণে।
যে ৭ টি কারনে দাঁত ফেলে দিতে হয় :
১. আক্কেল দাঁত উঠলে: অপেক্ষাকৃত দেরিতে ওঠে বলে মাড়ির সর্বশেষ দাঁতগুলোকে ওইজডম টুথ বা আক্কেল দাঁত বলা হয়। বেশির ভাগ ক্ষেত্রে মাড়ি শক্ত ও দাঁতটি বাঁকা হয়ে ওঠার কারণে এই দাঁতের জায়গায় ব্যথা হয়। মাড়িতে বড় গর্ত হয়ে যায়, অনেক সময় পাশের দাঁতও ক্ষতিগ্রস্ত হয়। অবস্থানগত কারণে বেশির ভাগ সময় এই দাঁতগুলো ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়।
২. দাঁত ক্ষতিগ্রস্ত হলে: প্রতিটি দাঁত চোয়ালের হাড় ও মাড়ির মাধ্যমে শক্তভাবে নিজ স্থানে আটকে থাকে। দীর্ঘমেয়াদি মাড়ির রোগ বা দাঁতের সংক্রমণ, দুর্ঘটনা, ডেন্টাল ফ্লসের পরিবর্তে টুথপিক বা ধাতব কাঠির অতিরিক্ত ব্যবহার, ক্যালসিয়ামের অভাব ও হাড় ক্ষয়, অটোইমিউন রোগ বা অন্য কোনো কারণে দাঁতের ভিত দুর্বল হয়ে অতিরিক্ত মাত্রায় নড়ে গেলে দাঁত ফেলে দিতে হয়।
৩. রুট ক্যানেল চিকিৎসা অসমাপ্ত থাকলে: দাঁতের ভেতরের মজ্জা সংক্রমিত হলে রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন পড়ে। এটি সময়সাপেক্ষ, জটিল ও অপেক্ষাকৃত ব্যয়বহুল। তবে এ চিকিৎসার পর ব্যথা কমে গেলে কেউ কেউ চিকিৎসাটি সম্পূর্ণ করেন না। এতে পরে দাঁতটি এমনভাবে ভাঙতে পারে যে আর তা সংরক্ষণ করার উপায় থাকে না।
৪. অর্থোডন্টিক চিকিৎসা: আঁকাবাঁকা বা এলোমেলো দাঁতের চিকিৎসায় অর্থোডন্টিক চিকিৎসা এখন জনপ্রিয় ও নিরাপদ। যদি পর্যাপ্ত পরিমান জায়গা না থাকে আঁকাবাঁকা বা এলোমেলো দাঁতের চিকিৎসায়, সেক্ষেত্রে দাঁত উত্তোলন এর প্রয়োজন হতে পারে।
৫. দীর্ঘদিন অবহেলা করলে: দীর্ঘদিন দাঁতের ব্যথা থাকা সত্ত্বেও চিকিৎসা না নেওয়া অথবা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে দাঁত ক্রমান্বয়ে ভেঙে যেতে পারে এবং বড় ধরনের ক্ষতি হতে পারে। এ ক্ষেত্রে দাঁত সংরক্ষণ কষ্টসাধ্য।
৬. দাঁতের সিস্ট এর কারনে: দাঁতের গোড়ায় সিস্ট হলে এবং তা বড় আকার ধারন করলে অনেক সময় দাঁত উত্তোলন করার প্রয়োজন হতে পারে। চোয়ালের ভেতরে সিস্ট হলে চোয়ালের হাড় ক্ষয় হয়ে যায় সংক্রমিত হলে বড় হতে থাকে, লাল রং ধারণ করে এবং প্রচণ্ড ব্যথা থাকে। অনেক সময় সিস্টের ভেতর থাকা পুঁজ বের হতে থাকে, সেক্ষেত্রে দাঁত উত্তোলন অনেকটা বাধ্যতামূলক হয়ে যায়। যদি সঠিক সময়ে এটা ধরা না পড়ে, তবে হতে পারে তীব্র যন্ত্রণা বা ব্যথা কিংবা এর থেকেও জটিল কিছু ।
৭. অন্যান্য কারণ: দাঁতের কাছাকাছি টিউমার, ক্যানসার বা চোয়ালের হাড় ভেঙে গেলে অথবা দুর্ঘটনায় বা ক্যারিজ থেকে দাঁতের শিকড় ক্ষতিগ্রস্ত হলে দাঁত ফেলতে হবে।
দাঁতের বর্তমান অবস্থা বিবেচনায় দাঁত উত্তোলনের প্রয়োজন রয়েছে কি না তা নির্ধারণ করা হয়। সঠিক পদ্ধতিতে দাঁত উত্তোলন করলে পরবর্তীতে রোগীকে ভোগান্তি পোহাতে হয় না। দাঁতে কোন অসুবিধা বোধ করলে অবহেলা না করে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।