[mc4wp_form id=”2320″]
আপনার ছেলে বা মেয়ের বয়স ৮/৯ বৎসর বা কাছাকাছি। বাসায় দৌড়ে দৌড়ে খেলাধূলা করছে। আপনি আপনার নিজের কাজে ব্যস্ত। হঠাৎ শব্দ। আপনি গিয়ে দেখলেন ঠোট কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে আপনার সন্তানের। উপরের চোয়ালের একটি বা দুটি দাঁত ভেঙ্গে গিয়েছে স্বাভাবিকভাবেই সন্তানের এই অবস্থায় আপনি বিচলিত হয়ে যাবেন। এ রকম দাঁত ভেঙ্গে যাওয়া ৭-১১ বৎসর বয়সে বেশি দেখা যায়। তবে যে কোন বয়সেই ঘটতে পারে। আঘাতে দাঁত ভাঙ্গা বিভিন্ন রকম হয়ে থাকেঃ
উপরের যে কোন রকম দাঁত ভাঙ্গলে আপনি নিজেও দাঁত ভাঙ্গার পরিমাণ, চিকিৎসা সম্পর্কে ও চিকিৎসায় বিলম্ব করা বা কোন চিকিৎসা না করার ফলাফল সম্পর্কে বুঝতে পারেনঃ
শুধুমাত্র বহিরাবরণ বা এ্যানামেল ভাঙ্গলেঃ
ভাঙ্গার পরিমাণ অল্প থাকে। দাঁতে কোন শির শির অনুভূতি বা ব্যথা থাকে না। এই অবস্থা হলেই দন্ত চিকিৎসক দাঁতের সাথে রং মিলিয়ে লাইট কিওরিং কম্পোজিট বা গ্লাস আয়োনোমার ফিলিং করে দেন। এই চিকিৎসা বিলম্ব হলে দাঁতের ভাঙ্গা অংশে ক্যারিজ বা দন্তক্ষয় রোগ হবার সম্ভাবনা থাকে
এ্যানামেল ও ডেন্টিন ভেঙ্গে দন্তমজ্জা স্পর্শ করলেঃ
এই অবস্থায় দাঁতের ভাঙ্গা অংশে কোন স্পর্শ লাগলে, বাতাস লাগলে, ঠান্ডা বা গরম পানিতে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। ভাঙ্গা অংশ থেকে রক্তক্ষরণও হতে পারে। এই অবস্থায় দন্তমজ্জার এক বিশেষ চিকিৎসা যা রুট ক্যানেল থ্যারাপি নামে পরিচিত তা সম্পন্ন করার পর দাঁতে লাইট কিওরিং ফিলিং বা পোরসেলিন ক্রাউন করার প্রয়োজন হয়। এই অবস্থায় চিকিৎসায় বিলম্ব হলে দন্তমজ্জা থেকে দাতের মূলের অগ্রভাগের চারপাশের হাড় সংক্রামিত হয় ও পরবর্তীতে দাত সংরক্ষণ করা কঠিন হয়ে যায়।
দাঁতের মূলে ভাঙ্গলেঃ
এই অবস্থায় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত নড়া ও দাঁত ব্যথা কম অবস্থার সৃষ্টি হতে পারে। এই অবস্থায় বিশেষ ক্ষেত্র ব্যতিত দাঁত সংরক্ষণ করা কঠিন হয়ে যায়। উপরের যে কোন অবস্থায় দাঁত ভাঙ্গা অল্প হোক আর বেশি হোক অন্য সমস্যাগুলো থাকতে পারে তা হলােঃ
এই অবস্থায় দন্ত চিকিৎসক দাঁতের ভাঙ্গা অংশের চিকিৎসার সাথে সাথে উপরোক্ত সমস্যাগুলোর চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আপনার সুস্থ সুন্দর সন্তানের হঠাৎ দুর্ঘটনায় দাঁত ভেঙ্গে গেলে স্বাভাবিকভাবে আপনি খুবই আবেগপ্রবন, চিন্তাগ্রস্থ ও অস্থির হয়ে পড়েন। কিন্তু ধৈয্য সহকারে সুষ্ঠু চিকিৎসা করিয়ে আপনি অবশ্যই আপনার সন্তানের সৌন্দর্য ফিরিয়ে আনতে পারেন।