[mc4wp_form id=”2320″]
অধ্যাপক ডা: নাসির উদ্দিন ফেনী জেলার দাগনভূইয়া উপজেলাধীন বারাহি গোবিন্দ গ্রামের আবদুস সাত্তার মুন্সি বাড়িতে এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি বারাহি গোবিন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, জায়লস্কর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা ডেন্টাল কলেজ থেকে বি.ডি.এস. ডিগ্রী অর্জন করেন। ১৯৯০ সালে জাপান ডেন্টাল এসোসিয়েশনে বৃত্তি নিয়ে ওসাকা ইউনিভার্সিটি (জাপান) থেকে উচ্চতর সার্জিক্যাল প্রশিক্ষণ গ্রহণ করেন। মুখমন্ডলের ক্যান্সার, টিউমার, ঠোঁট ও তালুকাটা, দুর্ঘটনাজনিত মুখমন্ডলের আঘাত এবং মুখমন্ডলের অন্যান্য জটিল রোগের অপারেশন এর মধ্যে উল্লেখযোগ্য।
১৯৯৫ সালে ১৫তম বি.সি.এস. পরীক্ষার মাধ্যমে তিনি সরকারী চাকুরীতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুমিল্লাতে যোগদান করেন। ১৯৯৯ সালে তিনি ঢাকা ডেন্টাল কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতায় প্রবেশ করেন। ২০১০ সালে ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম.এস ডিগ্রী অর্জন করেন। তিনি ২০১০ সালের মার্চ থেকে ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়কালে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে দন্তচিকিৎসা এবং ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি উন্নয়নের উদ্যোগ নেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় ঢাকা মেডিকেল কলেজে ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিষয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপকের পদ সৃষ্টি হয় এবং বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ বিভাগ। ২০১০ সালে ঢাকা ডেন্টাল কলেজে ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগে সহকারী অধ্যাপকের দায়িত্বপ্রাপ্ত হন। ২০১৪ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে ঢাকা ডেন্টাল কলেজে কর্তব্যরত ছিলেন। ২০১৯ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন এবং উক্ত বিভাগে এম,এস কোর্স চালু করেন। ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালে ওরাল এন্ড ম্যাক্সলোফেসিয়াল সার্জারী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশিয়লটি সেন্টারে সিনিয়র কনসালটেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ডা: নাসির উদ্দিন ভারতের প্রখ্যাত ম্যাক্সিলোফেসিয়াল সার্জন প্রফেসর আশিষ কুমার ঘোষের নিকট মুখমন্ডলের অসামঞ্জস্যতার উপর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ডিসট্রাকশন অস্টিওজেনেসিসে তার প্রশিক্ষণ তাকে বাংলাদেশে ম্যান্ডিবুলার লেংথিং সার্জারি প্রতিষ্ঠার পথিকৃৎ হওয়ার সুযোগ করে দেয়। । তিনি ২০১২, ২০১৩ এবং ২০১৪ সালে টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে ফেসিয়াল প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারীতে প্রশিক্ষণ গ্রহণ করেন।
২০০৪ সালে জাপানের এশিয়ান কংগ্রেস এ ঠোঁটকাটা রোগীদের নাকের অসামঞ্জস্যতা অপারেশনে তার অবদানের স্বীকৃতিস্বরূপ “মোডাস এওয়ার্ড” (MODUS Award, 2004) প্রাপ্ত হন।
তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনস এর সহ-সভাপতি, বাংলাদেশ একাডেমি অব ডেন্টিসট্রি ইন্টারন্যাশনাল এর এডভাইজার, বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটির কার্যকরী কমিটি সদস্য ।