সুন্দর দাঁত মানুষের ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম অনুষঙ্গ । সৌন্দর্য অনেকাংশেই প্রকাশিত হয় সুন্দর মুখ অবয়ব ও সুন্দর দাঁতের মাধ্যমে। অতি সুন্দর চেহারা বিবর্ণ হয়ে যেতে পারে আঁকাবাঁকা, ও উঁচুনিচু দাঁতের কারণে। অধিকাংশ মানুষ এই সমস্যার কারণ ও প্রতিকার সম্বন্ধে তেমন কিছু জানেন না। সামাজিকভাবে ভালো অবস্থান তৈরিতে আপনাকে হতে হচ্ছে হেয় প্রতিপন্ন। প্রাণ খোলা হাসি অনেকটাই মুছে যাচ্ছে আপনার জীবন থেকে। কারণ দাঁতের সমস্যা। অথচ একটু সচেতন হলেই এইসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন সহজেই।
আঁকাবাঁকা দাঁত থাকলে সাধারণত যে ধরণের অসুবিধা হয়
- মুখের সৌন্দর্য কমে যায়
- খাবার চিবাতে অসুবিধা হয়
- মানসিক সমস্যা দেখা দেয়
- মাড়ির প্রদাহ দেখা দেয়
- দাঁতে ক্যারিজ হতে পারে
- দাঁতে বেশি বেশি শক্ত আবরন জমে
- কথা বলতে অসুবিধা হয়
আঁকাবাঁকা ও উঁচুনিচু দাঁত এর চিকিৎসা ও করণীয়
- কোনো অতিরিক্ত দাঁত থাকলে তা যথাযথ সময়ে ফেলে দিতে হবে
- নির্দিষ্ট বয়সের আগে দুধ দাঁত ফেলে দিলে স্পেস মেইন্টানার লাগিয়ে স্পেস ধরে রাখতে হবে
- কোন অস্বাভাবিক অভ্যাস যেমন: আঙুল চোষার অভ্যাস থাকলে তা বন্ধ করতে হবে
- জিহ্বার কোনো অস্বাভাবিকতা থাকলে সার্জারি করে তা স্বাভাবিক করতে হবে।
- দাঁতে ব্রেসেস লাগিয়ে দাঁত সোজা ও সুন্দর করা যায় ।
- চোয়াল ছোট-বড় বা অসমাঞ্জস্য হলে অপারেশন এর মাধ্যমে সুন্দর করা যায়।
- দাঁত কিংবা চোয়ালের অস্বাভাবিক কোন আকার আকৃতি বা গঠন পরিলিক্ষিত হলে অবহেলা না করে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজের সুস্বাস্থ্য নিশ্চিত করুন।